লাখাইয়ে ‘পিছিয়ে পড়া ( অনগ্রসর) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন- প্রেক্ষিত লাখাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর)দুপুরে উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের রবিদাস পাড়ায় অ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটি ( এএনসি) সার্বিক সহযোগিতা ও আয়োজনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান।
এডভোকেসী নেটওয়ার্ক কমিটি লাখাইয়ের চেয়ারপার্সন মোহাম্মদ বাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইনস্পেক্টর মোহাম্মদ সোয়াব মিয়া, রবিদাস পাড়ার কমিনিটি লিডার আবুলাল রবিদাস, দৌলত রবিদাস, রসময় শীল, কামাল রবিদাস, মালতি রবিদাস প্রমূখ।
সভায় রবিদাস ও শীল সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ও বিধবা ভাতা, রবিদাস সম্প্রদায়ের মরদেহ সমাহিত করার জন্য গোরস্থানের ভূমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
সভায় প্রধান অতিথি বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান রবিদাস ও শীল সম্প্রদায়ের বিরাজমান সমস্যা নিরসনে সম্ভব সবকিছু করার আশাবাদ ব্যক্ত করেন।