লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের থিসিস ও মাঠ পর্যায়ে সার্ভে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) ক্রিস্টিয়ান এইড এর পক্ষ থেকে এ থিসিস ও সার্ভে কর্মকান্ড পরিচালনা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
তাঁরা উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন, ৪ নম্বর বামৈ ইউনিয়ন ও ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী, উপকারভোগী, অনগ্রসর জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়, হিজরা জনগোষ্ঠীর অবস্থা সরজমিন পরিদর্শন করেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেন।
তাঁরা ৪ টি দলে বিভক্ত হয়ে দিনব্যাপী সার্ভের কাজ করেন। এতে ক্রিস্টিয়ান এইড এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মাহবুব সুমন।
শুরুতে উপজেলা বুল্লা ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের ঋষি পল্লীতে পরিদর্শন ও তথ্য সংগ্রহ করার প্রাক্কালে লাখাই উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির (এএনসি) নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন- লাখাই উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ বাহার উদ্দিন, ভাইস চেয়ারপারসন এমএওয়াহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদস্য কামাল রবিদাস, দৌলত রবিদাস, মালতী রবিদাস, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, ক্রিস্টিয়ান এইডের প্রতিনিধি মাহবুব সুমন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা।