হবিগঞ্জের লাখাইয়ে কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সংগ্রহের নিমিত্তে অনলাইন লটারি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি নাহিদা সুলতানা।
সভায় অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা আবেদনকারী কৃষকদের মাঝে অনলাইন লটারি অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, মৎস্য কর্তা আবু ইউসুফ, খাদ্য নিয়ন্ত্রক, ওসি এলএসডি কামনা রঞ্জন দাস ও সাংবাদিকবৃন্দ।
সভা সূত্রে জানা যায়, অনলাইনে নিবন্ধিত কৃষকের মধ্যে ২৭৬ জন কৃষক ধান বিক্রির জন্য আবেদন করে। আবেদনকৃত কৃষকদের মধ্যে অনলাইনে লটারির মাধ্যমে উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৩ জন কৃষক নির্বাচিত হয়। আমন মৌসুমে লাখাই উপজেলায় ৩৫৭ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১৪০ টন আতপ চাল সংগ্রহ করা হবে।
চলতি বছর সরকারিভাবে ধানের সংগ্রহ মূল্য প্রতিমন ১২০০ টাকা দরে সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৭৫ মন ধান বিক্রি করতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা।