লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জনা গেছে। রোববার (২৯ ডিসেম্বর)বেলা আড়াইটার দিকে উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভাদিকারা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ও একই গ্রামের নুর ইসলামের ছেলে জসিম উদ্দিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ আড়াইটার দিকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নারীপুরুষ আহত হোন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে স্থানীয়রা আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সংঘর্ষে গুরুতর আহত হওয়ায় নারীসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’