লাখাইয়ে তথ্য আপা প্রকল্পের আয়োজনে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়ন এর পূর্ব বুল্লা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে বৈঠকে আলোচনায় অংশ নেন জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ এর জেলা কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, লাখাই উপজেলা তথ্য আপার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নাজরিন আক্তার এবং অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ।
বৈঠকে পূর্ব বুল্লা গ্রামের ৬০ জন মহিলা অংশ নেন।