লাখাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এতে ছাত্র-ছাত্রীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করেন এবং বিজ্ঞান বক্তৃতায় অংশ নেয়।
প্রদর্শনী পরবর্তী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন। এসময় অলিম্পিয়াডে বিজয়ীদের হাতে পুরষ্কার ও সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান প্রকল্প ও বিজ্ঞান বক্তৃতায় প্রথম স্থান লাভ করে।