লাখাইয়ে ঘুরতে আসা পর্যটকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের লাখাইয়ে ঘুরতে আসা এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার মহরমপুর গ্রামের নিকটবর্তী নদীতে গোসল করতে নেমে এক পর্যায়ে পানিতে তলিয়ে যান উসমান মিয়া (২৬) নামের এক যুবক। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয় ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত যুবক রাজধানীর যাত্রাবাড়ির জয়নাল মিয়ার ছেলে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার আব্দুল আহাদ জানান,নিহত উসমান মিয়া উপজেলার লাখাই ইউনিয়নের মহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে সুরআলমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

এ বিষয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক চম্পক দাম জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। নিহত যুবকের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।