লাখাইয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

লাখাইয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ চলছে।

ইতিমধ্যে উপজেলার ৬টি ইউনিয়ন এর নন-গ্রুপের ৩০ জন করে ১২টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃধবার (২০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে করাব ও লাখাই ইউনিয়নের ২টি ব্যাচের ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেয়। দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান সহ কর্মকর্তা বৃন্দ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, বোরো মৌসুমকে সামনে রেখে বোরোর চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, জৈবসার,ভার্মিকম্পোস্ট উৎপাদ ন ও ব্যবহার, লাইন-লগু-পার্চিং পদ্ধতিতে ধানের চাষ ও পরিচর্যা, চাষাবাদকালে প্রতিকূল অবস্থায় করণীয়, ধানে জাত নির্বাচন ও জৈববালাইনাশক এর ব্যবহার বিষয় সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।