লাখাইয়ে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ

লাখাইয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুর বেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ টি কৃষক গ্রুপের মাঝে ৫ টি মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার লাখাই, মোড়াকরি, বুল্লা ও বামৈ ইউনিয়নে চলতি মৌসুমে ১০১ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষক গ্রুপের সদস্যদের সম্মিলিত প্রয়াসে ভূট্টা আবাদ করায় এ বছর লাখাইয়ে ভূট্টার আবাদ আগের তুলনায় বহুগুণ বেড়েছে। কিন্তু ভুট্টা মাড়াই যন্ত্র না থাকায় বিগত বছরগুলোতে কৃষকদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে।

এ অবস্থা থেকে উত্তেরনে সরকারের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাধ্যমে ১২ টি ভূট্টা চাষী গ্রুপের মাঝে মাড়াই যন্ত্র বিতরণ এর উদ্যোগ গ্রহণ করা হয়।

ভূট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপ, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বামৈ কৃষক গ্রুপের সভাপতি রবীন্দ্র চন্দ্র শুক্লবৈদ্য সহ সংসলিষ্ট কৃষক গ্রুপের সদস্য বৃন্দ।