লাখাইয়ে অভিযান, প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড

হবিগঞ্জের লাখাইয়ের স্থানীয় বুল্লাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

বুধবার (১০ মে) স্থানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুদি দোকানি লায়েছ মিয়া ও শুভ মোদক প্রত্যেককে মৎস্য ও প্রাণী সম্পদ ২০১০ সালের আইনে ৫ হাজার টাকা করে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে স্থানীয় বুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত মূল্য থেকে বেশী দামে ঔষধ বিক্রির অপরাধে ফার্মেসীর মালিক জাবেল আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর। এছাড়া লাখাই থানা পুলিশের একদল পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।