হবিগঞ্জের লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাবেদ আলীর পদত্যাগের একদফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। সোমবার (১৯ আগস্ট) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীরা বলেন, ‘২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করে আসছেন জাবেদ আলী। নানা রকম অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতসহ শিক্ষক-কর্মচারীদের সাথে অশোভন আচারণের মতো কাজে জড়িত তিনি। এ বিষয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সন্দেহাতীত প্রমাণিত হওয়া সত্ত্বেও অধ্যক্ষ জাবেদ আলীর অপসারণের বিষয়টি বাস্তবায়িত হয়নি। ফলে দিন দিন নানাভাবে শিক্ষক-কর্মচারীদের হয়রানির মাত্রা বেড়ে যায়। কারণে অকারণে চাকরিচ্যুত করার হুমকির দায়ে তাঁর পদত্যাগের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছি।’
কঠোর হুঁশিয়ারি দিয়ে তাঁরা আরও বলেন, ‘যতদিন পর্যন্ত মো. জাবেদ আলী পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব।’
এদিকে শিক্ষক-কর্মচারী ছাড়াও কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. জাবেদ আলীর পদত্যাগের একদফা দাবিতে আজ ৫ম দিনের মতো উপজেলার বুল্লা বাজারে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, ‘অধ্যক্ষ মো. জাবেদ আলীর পদত্যাগের একদফা দাবিতে আমরা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। ক্যাম্পাসে বিক্ষোভ না করে বুল্লা বাজারে করার বিষয়ে তারা বলেন, শুরুতে আমরা কলেজে বিক্ষোভ সমাবেশ করেছিলাম। দ্বিতীয় দিন ১৫ আগস্ট কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ চলাকালীন অধ্যক্ষ মো. জাবেদ আলীর নিজস্ব বাহিনী আমাদের উপর হামলা চালায়। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়। তাই হামলা থেকে বাঁচতে কলেজের পরিবর্তে এ স্থানে বিক্ষোভ সমাবেশ করছি আমরা।’
উল্লেখ্য, এর আগে রোববার (১৮ আগস্ট) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাবেদ আলীর পদত্যাগের একদফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।