লাখাইয়ে অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষতি

হবিগঞ্জের লাখাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের জফাহাটির আব্দুস সালামের ছেলে সুরে রহমানের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে প্রতিবেশীরা লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। হবিগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সুরে রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুনে আমার বসতঘরের যাবতীয় আসবাবপত্র ও টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, আগুন লাগার কারণে ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। স্থানীয় লোকজন জানান, ঘটনার সাথে সাথে বিদ্যুৎ বন্ধ না করলে আরও বড় ধরণের ক্ষতি হয়ে যেত।