মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৫টি লজ্জাবতী বানর ট্র্যাকিং ডিভাইসসহ অবমুক্ত করণের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে প্লাম্পলরিস ই.ভি. এর আয়োজনে কমলগঞ্জের হিড বাংলাদেশ সম্মেলনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্লাম্পলরিস ই.ভি এর প্রকল্প পরিচালক হাসান আল রাজীর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, আইইউসিএন এর সিনিয়র প্রোগাম অফিসার এবিএম সারোয়ার আলম প্রমুখ।
দেশের বিভিন্ন স্থান থেকে ৫টি লজ্জাবতী বানর উদ্ধার করে লাউয়াছড়ার জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পর্যায়ক্রমে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে অবমুক্ত করা হবে বলে জানা যায়।
সভায় সাংবাদিক, পরিবেশকর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।