লন্ডন মাতা‌চ্ছেন সি‌লে‌টের অভিনয়শিল্পীরা

রা‌সেল হা‌মিদ, বেলাল আহমদ মুরাদ, বিপ্লব এষ, আব্দুল মু‌কিত অপি। ইউ‌টিউব ভি‌ত্তিক সি‌লে‌টের আঞ্চ‌লিক নাট‌কের জন‌প্রিয় অভি‌শিল্পী তাঁরা। এর ম‌ধ্যে রা‌সেল হা‌মিদ ও বেলাল আহমদ মুরাদের জন‌প্রিয়তা তু‌ঙ্গে। দুই জন‌প্রিয় অভি‌নয়শিল্পীর ভক্ত, অনুরাগির অভাব নেই ।

এই দুই অভিনয়শিল্পী এখন দ্বিতীয় সিলেট খ্যাত লন্ডন মাতা‌চ্ছেন। বি‌ভিন্ন স্টেজ প্রোগ্রামে অংশ নি‌চ্ছেন তাঁরা। ‌
‌বিপুল সংখ্যক সি‌লেটী মানুষজনও তা‌দের অংশ নেয়া অনুষ্ঠা‌নে ভীড় জমা‌চ্ছেন।

রা‌সেল হা‌মিদ ওর‌ফে কাট্রুস আলী ( নাট‌কের নাম) ক‌য়েক মাস ধ‌রে লন্ড‌নে প‌রিবা‌রের স‌ঙ্গে বসবাস কর‌ছেন এবং মুরাদ যুক্তরা‌জ্যের অনলাইন ভি‌ত্তিক এল‌বি২৪ টি‌ভির এক‌টি মেগা ক‌মে‌ডি শো‌তে অংশ নি‌তে লন্ড‌নে এসে‌ছেন।
রা‌সেল হা‌মিদ ওর‌ফে কাট্রুস আলী ক‌য়েক মাস আগে যুক্তরা‌জ্যে আসেন। আসার পরই ব্যস্ত হ‌য়ে প‌ড়েন বি‌ভিন্ন স্টেজ শো‌তে। নাটক ও বিজ্ঞাপনেও তা‌কে দেখা যায়।

অন্যদি‌কে বেলাল মুরাদ ও বিপ্লব এষ এ মা‌সের প্রথম দি‌কে লন্ড‌নে আসেন। তা‌দের এক‌টি বড় ক‌মে‌ডি শো‌তে অংশ নেয়ার কথা র‌য়ে‌ছে। এছাড়া যুক্তরা‌জ্যের বি‌ভিন্ন শহ‌রে সি‌লেটীদের নানা অনুষ্ঠা‌নেও অংশ নি‌চ্ছেন এই দুই অভিনয়শিল্পী।

লন্ড‌নের ব্রিক‌লে‌নের বা‌সিন্দা তানভ‌ীর আলম পিয়াস ব‌লেন, যুক্তরা‌জ্যে সি‌লে‌টের ক‌য়েক লাখ মানুষের বসবাস। বসবাসকারী‌দের বড় এক‌টি অংশ ইউ‌টিউ‌বে সি‌লেটী নানা অনুষ্ঠান দে‌খেন, তাঁর ম‌ধ্যে নাটক অন্যতম। য‌ুক্তরা‌জ্যে বসবাসকারী সি‌লেটী‌দের কা‌ছে আঞ্চ‌লিক ভাষায় নি‌র্মিত নাট‌কের অভিনয়শিল্পীরাও জন‌প্রিয়। এদেশের বি‌ভিন্ন শহ‌রে যে অনুষ্ঠা‌নগু‌লো‌তে সি‌লেটী অভিনয়শিল্পীরা অংশ নি‌চ্ছেন সেখা‌নে প্রবাসীরা ভীড় জমা‌চ্ছেন। সি‌লেটী ভাষার অনুষ্ঠানও তাঁরা উপ‌ভোগ করছেন।

বেলাল আহমদ মুরাদ জানান, এদেশের মানুষ তো আমা‌দেরই মানুষ। তা‌দের দেখ‌তে আস‌ছি, তা‌দের স‌ঙ্গে সময় কাটা‌তে আস‌ছি। তি‌নি ব‌লেন, আমা‌দের জানা ম‌তে বাংলা‌দেশী কমে‌ডি ভি‌ত্তিক শো এদে‌শে কম হয়। আমরা ব্য‌তিক্রমী বিশাল ক‌মে‌ডি শো লন্ড‌নের মানুষ‌কে দেখাব। আগামী ১০ অক্টোবর র‌য়েল রি‌জে‌ন্সি হ‌লে ‘মুরাদ ক‌মে‌ডি শো লন্ডন’ অনু‌ষ্ঠিত হ‌বে।

রা‌সেল হা‌মিদ‌ যুক্তরা‌জ্যে তাঁর স্টেজ প্রোগ্রাম, নাটক ও বিজ্ঞাপন নির্মাণ সম্প‌র্কে নি‌য়মিত সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে পোস্ট দেন। ‌সোমবার এক‌টি পো‌স্টে তি‌নি জানান, আমরা ইউকেতে সিম্পলি ফার্নিচারের টিভিসি শ্যুট শেষ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।