লন্ডনে বারকোট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় একটি রেস্টুরেন্টের সভাকক্ষে পুরনো কমিটির বিদায় ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
আগামী ২০২৪-২০২৬ সাল পর্যন্ত (দুই বছর মেয়াদি) ২৪ সদস্য বিশিষ্ট এই কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন কমিটির সাবেক সভাপতি শামিম আহমেদ খান।
এ সময় নতুন কমিটির কাছে বারকোট এলাকা তথা পুরো সিলেটসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
মাফিজুল চৌধুরীকে সভাপতি ও মো. মুকিতুর রহমানকে সাধারণ সম্পাদক করে গঠন করা নতুন কমিটির সদস্যরা পূর্বের ন্যায় আগামীদিনের সকল কার্যক্রম অব্যাহত রাখতে সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নতুন এই কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইকবাল আহমেদ চৌধুরী, সদস্য মোকাদ্দেম আহমেদ চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ, জুবায়ের সিদ্দিকি, ইসলাম আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম প্রমুখ।
নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের পূর্বে গত ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. রাজিব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজ আখলাক আহমেদ।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইতোমধ্যে নিজ গ্রামে অর্ধশত মানুষকে গৃহনির্মাণসহ নানা ভাবে সহযোগিতা করে আসছে। সেই সাথে বারকোট মাদ্রাসার উন্নয়নে নিয়মিত অনুদান প্রদান করে থাকে।