আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সকল জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দু বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপির এই কেন্দ্রীয় নেতার ভোটের মাঠে ‘আসা , না আসার’ উপরে নির্ভর করছে নির্বাচনী হিসাব-নিকাশ। মেয়র আরিফের নির্বাচন বিষয়ে নেতাকর্মীরা দ্বিধায় থাকলেও লন্ডনে অনেক খোশ মেজাজে আছেন তিনি।
বিএনপি সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন নিয়ে চলতি সপ্তাহে লন্ডনে বসবাসরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আরিফুল হক চৌধুরী। তারেক রহমানকে নিজের অবস্থান, কর্মকাণ্ডসহ সিলেটের সার্বিক পরিস্থিতি অবহিত করেন আরিফ। তবে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মন গলাতে পারেননি তিনি।
গত মঙ্গলবার যুবদলের ইফতার মাহফিলে আরিফ তারেক রহমানের উপস্থিতিতে ‘সিগন্যাল’ পাওয়ার কথা বললেও সেটি ‘লাল না সবুজ’ এ বিষয়টি পরিষ্কার করেননি।
এদিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি লন্ডনে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন আরিফ। ইস্ট লন্ডন মসজিদে নামাজ আদায়, যুবদলের ইফতার, লন্ডন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সংবর্ধনা নেয়ার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে চায়ের আড্ডায় যোগ দিচ্ছেন তিনি।
এমনি এক চায়ের আড্ডার ছবি ফেসবুকে আপলোড দিয়ে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল লিখেছেন, ‘দেশে-বিদেশে, দলের ভেতরে-বাইরে সবাইকে রেড সিগন্যালে আটকে দিয়েছেন। অন্যদিকে গ্রিন সিগন্যালের রিমোট উনি নিজের হাতে রেখেছেন। সবাইকে ঘোর অন্ধকারে রেখে উনি গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছেন। উনি হচ্ছেন আমাদের সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।’
আরিফুল হক চৌধুরীর এক ঘনিষ্টজন এই প্রতিবেদককে জানান, আরিফুল হক চৌধুরী মেয়র পদে নির্বাচন করবেন না। বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নিলে সিলেটের একটি আসনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হবে।
এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী জানান, আমি একটি দল করি। সেই দলের তো একটা সিদ্ধান্ত আছে। আমার নেতা আমাকে একটা সিগন্যাল দিয়েছেন। সেটা সময়েই কথা বলবে এবং দেখবেন আপনারা।