লন্ডনের হোটেলে সর্বস্ব খোয়ালেন ভারতের উইকেটরক্ষক

জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে হোটেল থেকে সর্বস্ব খোয়ালেন ভারতের নারী ক্রিকেটার তানিয়া ভাটিয়া। নিজের হোটেল রুম থেকে নগদ অর্থ, কার্ড, ঘড়ি ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে এ ২৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটারের।

তানিয়া নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে জানিয়েছেন। লন্ডনের ম্যারিয়ট বনভয় হোটেলে উঠেছিল ভারতীয় নারী দল। সেখানে তানিয়ার রুমের ভেতর থেকেই চুরি গেছে মূল্যবান সব জিনিস।

তানিয়া লিখেছেন, ‘ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজম্যান্টের ওপর আমি হতাশ ও স্তম্ভিত। ভারতীয় দলের হয়ে এই হোটেলে থাকার সময় কেউ আমার ব্যক্তিগত রুমে ঢুকে ব্যাগ চুরি করে নিয়ে গেছে। যেখানে নগদ অর্থ, কার্ড, ঘড়ি এবং স্বর্ণালঙ্কার ছিলো।’

হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও লিখেছেন, ‘আশা করছি এ বিষয়ে শিগগির তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বেছে নেওয়া এ হোটেলের চরম নিরাপত্তাহীনতায় আমি হতবাক। আশা করি তারা এদিকে নজর দেবে।’

তানিয়ার টুইট চোখে পড়তেই ক্ষমা চেয়েছে হোটেল কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের অনুরোধ জানিয়ে তারা লিখেছেন, ‘হাই তানিয়া, খবরটি শুনে আমরা দুঃখিত। দয়া করে আপনার নাম, যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে রুম নিয়েছিলেন এবং নির্দিষ্ট তারিখ আমাদের জানান। যাতে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারি।’

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচই জিতেছে ভারত। তবে কোনো ম্যাচেই একাদশে ছিলেন না তানিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ভারতের হয়ে ২ টেস্ট, ১৯ ওয়ানডে ও ৫৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাঞ্জাবের এ উইকেটরক্ষক ব্যাটার।