লক্ষ্মী পুজায় মাধবপুরে বেড়েছে প্রতিমা বিক্রি

দূর্গোপুজো শেষ। এবার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে আসতে চলেছে মা লক্ষ্মী। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী, তাই ধন-খ্যাতি-যশ পেতে সনাতনীদের প্রতি ঘরে লক্ষ্মীপুজার আয়োজন করা হয়। আশ্বিন মাসের শেষ পূর্নিমার দিন লক্ষ্মীপুজা।

শনিবারের (২৮ অক্টোবর) লক্ষ্মীপুজা-কে ঘিরে হবিগঞ্জের মাধবপুরে সনাতন ধর্ম্বালম্বীদের মাঝে বিরাজ করছে বাড়তি আনন্দ। মাধবপুর পৌর শহরের শুক্রবার সকাল থেকে বিক্রি করা হচেছ নানা আকার ও সাজসজ্জার লক্ষ্মী প্রতিমা। বড়দের সঙ্গে বাড়ির ছোট শিশুরাও এসেছেন প্রতিমা কিনতে।

বাঙ্গালী সনাতন ধর্ম্বালম্বীদের প্রতিটি বাড়িতে লক্ষ্মী পুজা হওয়ায় ধনী, গরীব সকলেই সাধ্যমত কিনছেন মিষ্টি, নারকেল, ফল। লক্ষ্মী পুজাতে নারকেলের নাড়ুর স্বাদ নিতে এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে যান শিশু-কিশোররা।

২৭ অক্টোবর রাত ৩ টা ৪০ মিনিট ৫৫ সেকেন্ড থেকে ২৮ অক্টোবর দুপুর ১ টা ৫৫ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত পড়েছে এই বছরের লক্ষ্মীপুজার তিথি।