রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের আয়োজনে গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, পাগড়ী ও সৌসুমী ফল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় গাজী বুরহান উদ্দিন মাদ্রাসায় ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলুর সৌজন্যে শীতবস্ত্র, পাগড়ী ও ক্লাব প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরীর সৌজন্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ফারুক আহমেদের পরিচালনায় শীতবস্ত্র ও পাগড়ী বিতরণকালে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলু আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন, মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাজির উদ্দিন প্রমুখ।
শীতবস্ত্র, পাগড়ী ও সৌসুমী ফল বিতরণকালে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের সঠিক বিকাশে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন সবসময়ই মানবিক কার্যক্রমে সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। শীতবস্ত্র, পাগড়ি ও মৌসুমী ফল বিতরণ কর্মসূচি এরই একটি অংশ।
তারা আরও বলেন, শীতের এই কঠিন সময়ে বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোটারি ক্লাবের এই উদ্যোগ শুধু তাদের শীত নিবারণে সাহায্য করবে না, বরং তাদের শিক্ষার পথে মনোযোগী হতে প্রেরণা যোগাবে।
বক্তারা সমাজের বিত্তশালীদের এই ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।