রুশপন্থি সেনারা ঘিরে ফেলেছে লিসিচানস্ক

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে, লুহানেস্কের লিসিচানস্ক শহরটি পুরোপুরি ঘিরে ফেলেছে তারা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম টাস নিউজ জানিয়েছে এ খবর।

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মুখপাত্র আন্দ্রিই মারোতচেকো শনিবার এ ব্যাপারে টাস নিউজকে বলেন, আজ লুহানেস্ক জনপ্রিয় মিলিশিয়া এবং রুশ সেনারা সর্বশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। যার মাধ্যমে আমরা লিসিচানস্ককে পুরোপুরি ঘিরে ফেলতে সমর্থ হয়েছি।

পুরো লুহানেস্ক প্রদেশের শুধুমাত্র লিসিচানস্ক শহরটি এখন ইউক্রেনের দখলে আছে। কিন্তু এই শহর থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে অব্যহত হামলা করে যাচ্ছে রুশ সেনারা।

লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, লিসিচানস্কে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে রুশ সেনারা।

শহরটির সর্বশেষ স্থান থেকে অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে সবদিক দিয়ে হামলা চালাচ্ছে তারা।

এদিকে সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়।