রিয়ালের হারের রাতে বার্সেলোনার কষ্টের জয়

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একই দিন নেমেছিল লা লিগার ম্যাচে। মঙ্গলবার (২ মে) রাতে লা লিগার ম‍্যাচে রিয়াল সোসিয়াদেদের কাছে ২-০ গোলে হারে রিয়াল। এর আগের ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। ফলে প্রতিপক্ষের হারে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল জাভি হার্নান্দেজের শিষ্যরা।

করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়রদের মতো তারকা খেলোয়াড়দের ছাড়া মাঠে নামার খেসারত দিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। শুরুর দিকে আক্রমণের সুযোগ পেলেও শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জিতে নেয় সোসিয়েদাদ।
প্রথমার্ধে দু‍‍`দলই আক্রমণ পাল্টা আক্রমণ করলেও কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। মিলিতাওয়ের ব্যাকপাসে ছিল না জোর। রিয়াল গোলরক্ষকও নাগালের বাইরে ছিলেন। তাকেফুসা কুবো খুব সহজেই বল জালে পাঠান।

ম্যাচের ৮৫ মিনিটে আসে দ্বিতীয় গোল। তার আগে অবশ্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছাড়েন দানি কারভাহাল। আন্দের বাররেনেচেয়ারের গোলে ম্যাচের দ্বিতীয় ও জয়সূচক গোলটি আদায় হয়।

এই হারে দ্বিতীয় নয় বরং তৃতীয় স্থানে নেমে যাওয়ার শঙ্কা রিয়াল মাদ্রিদের সামনে। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। অ্যাথলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

অন্য ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৮৫ মিনিটে জর্দি আলবার গোলে ১-০ গোলের কষ্টার্জিত গোল পেলেও স্বস্তি বার্সা শিবিরে। শিরোপার আরও কাছে পৌঁছে গেছে দলটি। ৩৩ ম‍্যাচে কাতালান ক্লাবটির পয়েন্ট ৮২।