রাসোৎসব কাল, উদ্বোধন হবে মণিপুরী ললিতকলা একাডেমীর নতুন ভবন

মণিপুরি অধ্যুষিত জনপদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে আগামীকাল সকাল থেকে শুরু করে রাতভর জমকালো আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপিত হবে রাসোৎসব ।

শ্রী শ্রী কৃঞ্চের মহারাসলীলা উৎসব উপলক্ষে লোকে লোকারন্য হয়ে উঠবে কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিঁববাজারের জোড়ামন্ডপ এলাকা। রাখাল নৃত্যের মাধ্যমে শুরু হবে এ মহারাসলীলা উৎসব। পাশাপাশি একই উপজেলার আদমপুরে মৈতৈই মণিপুরি সম্প্রদায় সানা ঠাকুর মন্দিরেও এ রাস উৎসব উদযাপন করবে।
বুধবার ঊষালগ্নে শেষ হবে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হবে কমলগঞ্জের মণিপুরি জনপদ।

এদিকে রাসোৎসব উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৮নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চার তলা বিশিষ্ট মণিপুরি ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউস ও ডরমেটরির নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। মণিপুরি ললিতকলা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রকল্প সম্পর্কে অবহিত করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মো: শামীম খান।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি: দা:) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন।