রাশিয়ার এসইউ-৩৪ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) উত্তরাঞ্চলের ওসেতিয়া প্রদেশের দুর্গম পাহাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এরোস্পেস ফোর্সের এসইউ-৩৪ নামের জেট বিমানটি প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়, যার ফলে বিমানে থাকা দুই পাইলট নিহত হন।
এখনও পর্যন্ত দুর্ঘটনার সুস্পষ্ট কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।