ত্রাণের জন্য হাহাকার চলছে পুরো শান্তিগঞ্জ উপজেলায়। একবেলা খাবারের জন্য এদিক-ওদিক ছুটাছুটি করছেন বানভাসী মানুষেরা। তবে খাদ্য সংকটে সবচেয়ে বেশি সংকটে রয়েছেন উপজেলার দুর্গম অঞ্চলের মানুষেরা। সড়কপথে সংযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছায়নি এসব অঞ্চলে।
এমন বাস্তবতায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম।
মঙ্গলবার (২১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দর্গাপাশা ইউনিয়নের পানিবেষ্টিত দুর্গম গ্রাম হরিনগর, দর্গাপাশা, পশ্চিম পাগলার বিভিন্ন এলাকায় দেড় হাজার বন্যার্তদের মাঝে এই খাবার বিতরণ করেন তিনি। এসময় বন্যার্ত পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেন প্রমুখ।