চলে গেলেন সাত দশক ধরে যুক্তরাজ্যের সিংহাসন উজ্জ্বল করে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকে স্তব্ধ যুক্তরাজ্য। শোক জানিয়েছেন বিশ্বনেতারাও। সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শোক জানিয়ে করা মোদির টুইটে উঠে এসেছে রানি দ্বিতীয় এলিজাবেথকে দেওয়া মহাত্মা গান্ধীর উপহারের কথাও।
টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘২০১৫ এবং ২০১৮ সালে যুক্তরাজ্য সফরকালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ হয়েছিল। তার উষ্ণতা আর উদারতা কখনও ভুলবো না। এক সাক্ষাতে তিনি বিয়েতে মহাত্মা গান্ধীর দেওয়া রুমাল আমাকে দেখিয়েছিলেন। সারা জীবন সেই কথা মনে রাখবো।’
গত বছরের অক্টোবর থেকেই শরীর ভালো যাচ্ছিল না দুনিয়ার সর্বাধিক পরিচিত রাজতন্ত্রের প্রতিভূ রানি দ্বিতীয় এলিজাবেথের। ভালোভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না। বৃহস্পতিবার তার অসুস্থতার খবর পেতেই বালমোরাল প্রাসাদে ছুটে যান চার সন্তান। তবে সবকিছুর মায়া ত্যাগ করে এই প্রাসাদ থেকে পৃথিবীকে চিরবিদায় জানালেন রানি এলিজাবেথ।
মৃত্যুকালে রানির বয়স হয়েছিল ৯৬ বছর। এর মধ্যে ৭০ বছরই ব্রিটিশ সিংহাসনে বসেছিলেন তিনি।