রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংঘর্ষ চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তবে, এ ঘটনায় হাসপাতালে আগুন ছড়িয়ে পরেনি।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেটে এক পর্যায়ে সমাবেশ শেষ না করেই নয়াপল্টন ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির সঙ্গে সংঘর্ষে অন্তত ৪১ পুলিশ সদস্য আহত ও একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত ২২ পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং বাকি ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।