রাজনগরে বানরের হামলায় বৃদ্ধা আহত

মৌলভীবাজারের রাজনগরে বানরের অতর্কিত হামলায় করিফুন নেছা (৭৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ওই বৃদ্ধা চিকিৎসা নিতে আসেন মুন্সিবাজার জনকল্যাণ প্যাথলজি সেন্টারে। এক্স-রে রিপোর্টে জানা যায় বৃদ্ধার বাম হাতের কবজি ভেঙ্গে গেছে।

করিফুন নেছা মুন্সিবাজার ইউনিয়নের কাজিরহাট গ্রামের মৃত মশই উল্লাহর স্ত্রী। তার ৩ সন্তানের মধ্যে একজন মারা গেছেন ও বাকিরা জেলের কাজ করেন।

চিকিৎসা গ্রহণকালে করিফুন নেছার সাথে কথা হলে তিনি বলেন, গত বৃহস্পতিবার আমি বাইরে বের হয়েছিলাম একটি কাজে। তখন হঠাৎ ৪টা বানর এসে আমাকে ধাওয়া করে। এসময় প্রাণ বাঁচাতে আমি দৌড়ে পালাতে লাগলে হাতে প্রচন্ড ব্যাথা পাই।

তিনি আরো বলেন, ‘আজ ডাক্তারের কাছে এসে এক্স-রে করে জানতে পারলাম আমার হাত ভেঙ্গে গেছে। আমি গরীব মানুষ। চিকিৎসা করার সামর্থ নাই আমার। আমাদেরকে বানরগুলোর হাত থেকে বাঁচান।’

টিকর পাড়া গ্রামের গিয়াস আহমদ (২০) বলেন, ‘গত সোমবার আমি কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তখন বাড়ির ছাদে অনেক গুলো বানর ছিলো। হঠাৎ একটা বানর এসে আমার হাতে কামর দিয়েছে।’

মুন্সিবাজার জনকল্যাণ প্যাথলজি সেন্টারের স্বত্বাধিকারী ডা. ছালিকুর রহমান বলেন, ‘জনকল্যাণ প্যাথলজি সেন্টারের সামনে একজন মহিলা কান্না কাটি করছিলো। আমি চেম্বার থেকে বের হয়ে দেখলাম ওই হাতটা ফুলে গেছে। ধারণা করছিলাম হয়তো হাতটা ভেঙ্গে গেছে। পরে এক্স-রে রিপোর্ট আসার পর নিশ্চিত হলাম ওনার বাম হাতের রেডিয়াস ও আলনা ভেঙ্গে গেছে। দরিদ্র মহিলা চিকিৎসা করার সামর্থ নাই। ওনাকে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা বলেন, ‘আমি বন অধিদপ্তরকে এ বিষয়ে অবগত করবো। আর শীঘ্রই আমি যায়গা পরিদর্শন করবো।’

বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। এই এলাকাটা সম্পর্কে আমি অবগত না। তবে শীঘ্রই আমি খোঁজখবর নিয়ে অই এলাকা পরিদর্শন করবো।’