বিএনপিকে উদ্দেশ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাগ করে নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, শতকরা ৬০/৭০ শতাংশ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না তাই বলে নির্বাচন আটকে থাকে না। জনগণের প্রতি তাদের (বিএনপি) আস্থা রেখে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।
বুধবার (২৫ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।
এর আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যাগে ৫৮০ জন কৃষকের মধ্যে সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন। তারপরে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।