রশিদপুরে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দুটি কাভার্ডভ্যান

সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার রশিদপুর এলাকায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় রশিদপুর নামক স্থানে সিলেটগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট১৩-২৪০৩) বিপরীত দিক বিশ্বনাথ থেকে আসা হোলসিম সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-শ ১৩-০৯৫১) সংঘর্ষ হয়।

এতে দুটি কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। বড়ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দুটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার। এসময় ৩৩ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়।

ঘটনার পর সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা গিয়ে সড়ক থেকে একটি গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দক্ষিণ সুরমা থানার (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।