অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ‘স্বস্তি’ থাকবে। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য স্বস্তি থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন,‘স্বস্তিদায়ক হবে, খেজুর আমদানির জন্য ইতোমধ্যেই এলসি খোলা হয়েছে এবং আসবে।
অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমদানিতে শুল্ক মওকুফের প্রভাব সম্পর্কে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অনেক পণ্যের ওপর এ ধরনের শুল্ক মওকুফ করেছে।
তিনি বলেন,‘পরিস্থিতি স্থিতিশীল নয়-এমন ধারণার সাথে আমি একমত নই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। আমরা আজকে চাল ও মসুর ডালের মতো দুটি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আগেও আমদানি করেছি।’