নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ যৌন হয়রানি বিষয়ে সচেনতার ওপর এক সেমিনার বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কমপ্লায়েন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও সিলেট বারের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ধারণ করে চলার আহ্বান জানান।
আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, অপরাধ দমনের তিনটি স্তর হলো মোটিভেশন, প্রিভেনশন এবং প্রসিকিউশন।
তিনি এই সেমিনারে শিক্ষার্থীরা যৌন হয়রানি বিষয়ে যে মোটিভেশন লাভ করবে তা খুবই কার্যকরী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারের ‘Stop Sexual Harassment’ বিষয়ের ওপর নোট উপস্থাপন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কমপ্লায়েন্ট কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা ফারজানা হানী।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিভিন্ন কর্মপন্থা ও শিক্ষার্থীদের সচেনতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে সেমিনারে তথ্য উপস্থাপন করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।