রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে সিলেটের ৬ টি আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। তার নির্বাচনী আসন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)। তবে সোনালী আঁশ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা শমসের মুবিন নিজেই তার নির্বাচনী আসনের ভোটার নন। তিনি সিলেট-১ আসনের ভোটার।
আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) সকালে নগরীর আম্বরখানা গার্লস হাই স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন তিনি। শনিবার (৬ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন তার ব্যাক্তিগত সহকারী জাকির হোসেন।
এই আসনে শমসের মুবিন চৌধুরী দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে একাদশ সংসদ নির্বাচনেও সিলেট-৬ আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। সেবার বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা থেকে কুলা প্রতীকে নির্বাচন করেন বিএনপি ছেড়ে আসা সাবেক এই নেতা। আওয়ামী লীগকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসা কুলা প্রতীকের প্রার্থী শমসের মবিন চৌধুরী সেবার পেয়েছিলেন মাত্র ৮১ ভোট।
তবে এবারের নির্বাচনে ফলাফল কিছুটা ভিন্ন হবার আভাস পাওয়া যাচ্ছে। শমসের মুবিন ছাড়াও এই আসনেে আরও ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির মনোনীত সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান ও সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান আতা।