যে কারণে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শাকিব

নয় মাস পর দেশে ফিরেছেন ঢালিউড কিং শাকিব খান। ১৭ আগস্ট ফেরার পর এক সপ্তাহের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের হাজির হলেন তিনি।

কারণ দুটি- সৌজন্য সাক্ষাৎ ও অনুদান। গতকাল (২১ আগস্ট) মন্ত্রণালয়ে যান তিনি। দেখা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে।

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। ছবিটি নির্মাণের জন্য সরকারি অনুদানের চেকও গতকাল গ্রহণ করেন শাকিব। প্রাথমিকভাবে তিনি পেয়েছেন ৩০ শতাংশের টাকার চেক।

এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাকে ধন্যবাদ জানিয়ে তার সেই পোস্টটি শেয়ার করেছেন শাকিব নিজেও।

শাকিব লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

এদিকে, প্রজ্ঞাপনে সিনেমাটির নির্মাতা হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শেষ পর্যন্ত তিনিই নির্মাণে থাকবেন কী-না, তা নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে। তবে শাকিব ও হিমেল দুজনই জানিয়েছেন, তারা ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন।