সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
ফলে আগামী ২৭ জুন (মঙ্গলবার) পবিত্র হজ এবং ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাজ্যে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ঈদুল আজহার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) ও ২৮ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে।
মসজিদুল উম্মাহ লুটনের ইমাম ও খতিব এম নুরুর রহমান জানান, সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাজ্যেও ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সিলেট ভয়েস/এএইচএম