দৈনিক সময়ের আলো পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরীর স্বপরিবারে যুক্তরাজ্যযাত্রা উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা দিয়েছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্সরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে সাংবাদিক মনোয়ার জাহান চৌধুরী বলেন, সময়ের প্রয়োজনে, অর্থনৈতিকভাবে আরেকটু সমৃদ্ধ জীবনযাপনের তাগিদে আমাকে স্ব-পরিবারে যুক্তরাজ্যে যেতে হচ্ছে। আমি যতোই প্রবাসজীবনে যাইনা কেনো আমার মনপ্রাণ সবসময়ই সিলেটে পড়ে রইবে। আমার প্রাণপ্রিয় সহকর্মীদের, আমার জীবনের সুখ-দুঃখের সারথীদের আমি কোনোদিনও ভুলতে পারবো না। যেখানেই, যতোদূরেই থাকি সবসময়ই আমি তাদেরকে মনে রাখবো। আমার প্রাণপ্রিয় সহকর্মীরা আজ বিদায় সংবর্ধনা প্রদান করে যে সম্মান দিয়েছেন তা আমার আগামী জীবনের জন্য অনুপ্রেরণা যোগাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো সুস্থ শরীরে জীবনযাপন করতে পারি।
সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি এস সুটন সিংহের সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদেও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক একাত্তরের কথা’র উপ-সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান ওয়েছ খছরু, দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, বাংলাভিশন’র সিলেট ব্যুরো প্রধান দিপু সিদ্দিকী, একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, শুভ প্রতিদিন পত্রিকার মফস্বল সম্পাদক ইমরান আহমদ, জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, যায়যায়দিন পত্রিকার সিলেট ব্যুরোপ্রধান মো. আব্দুল কাইয়ুম, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, বর্তমান সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, প্রথম আলো পত্রিকার সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, সাংবাদিক মাইনুল হাসান টিটু, নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় সভাপতি ও গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমী, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান সুমন, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, কার্যনির্বাহী পরিষদ সদস্য মাহমুদ হোসেন, সিলেটের দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মো. মুজিবুর রহমান ডালিম, দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ ফটোগ্রাফার রণজিৎ কুমার সিংহ, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরোপ্রধান আশরাফ চৌধুরী রাজু, সাংবাদিক মো. সাহেদ আহমদ, সংবাদপত্র ব্যবসায়ী ইসমাঈল হোসেন, জাগ্রত সিলেটের কম্পিউটার ইনচার্জ মুহম্মদ মিজানুর রহমান, জালালাবাদ ক্যান্টনম্যান্ট স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক হারুনুর রশীদসহ সংবর্ধিত সাংবাদিক মনোয়ার জাহান চৌধুরীর সাবেক ও বর্তমান সহকর্মীবৃন্দ।