মৌলভীবাজার-২ এ মনোনয়ন জমা দিলেন তৃণমূল বিএনপির শাহীন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমুল বিএনপির পক্ষ থেকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।

মনোনয়ন জমার দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের জানান, আমি কুলাউড়ার সকল মানুষের সর্বাত্বক সহযোগিতা ও দোয়া চাই। বিগত দিনেও কুলাউড়ার মানুষ আমাকে দলমতের উর্দ্ধে গিয়ে ভোট দিয়েছেন। আসা করছি এবারও দল বা প্রতীকের উর্দ্ধে গিয়ে আমি ব্যক্তি শাহীনকে ভোট দিবেন।

বিগত ত্রিশ বছর থেকে কুলাউড়ার মানুষে সুখে দুঃখে পাশে থেকেছি, থাকার চেষ্টা করছি। আমি মানুষের সেবায় সবসময় নিয়োজিত আছি, থাকবো। কুলাউড়ার মানুষও জানেন আমি যতোটা জনগনের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। আর কোনো প্রার্থী এতোটা পাশাপাশি ছিলেন কি না। তাই বিশ্বাস করি কুলাউড়ার সচেতন নাগরিক আমার পক্ষেই রায় দিবেন।

মনোনয়ন পত্র গ্রহণ করেন কুলাউড়া আসনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নিবাচন কর্মকর্তা আবুল বাশারসহ নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ।