মৌলভীবাজারে সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

মৌলভীবাজারে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ রেজা উন নবী’র সাথে জেলা পর্যায়ের সকল দফতরের কর্মকর্তা, সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করীম ময়ুন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াত আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বক্তরা।