মৌলভীবাজারে সাদিকুর হত্যা : তিন আসামি গ্রেপ্তার

গত শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের রাজনগরে পারিবারিক কলহের জের ধরে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় খুন হন সাদিকুর রহমান (২১)। ওই ঘটনায় দায়ের করা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) আসামিদের বড়লেখা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজনগর উপজেলার সারমপুর গ্রামের আনছার আলীর ছেলে রাকিন আহমদ বাবু (১৮), ফাহাদ আহমদ (২০) ও ৩। রাকিম আহমদ (২০)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রসঙ্গত, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সোরামপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলেদের সাথে বেশ কিছুদিন ধরে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক কোন্দল চলছিল। এই কোন্দলের জেরে গত শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে বাড়ির প্রধান ফটকের বাইরে এলে সাদিকুর রহমানের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন সাদিকুরকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।