মৌলভীবাজারে ট্রাফিক পুলিশের ধাওয়ায় বাসের নিচে চাপা পড়ে রফিকুল আমিন বোরহান (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (০৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় নিহত রফিকুল আমিন বোরহানের সঙ্গে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী শাহেদ আলী (৪২)। নিহত বোরহান মৌলভীবাজার সদর উপজেলার জুগিডহর এলাকার খসরু মিয়ার ছেলে।
ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে পৌর বাস টার্মিনাল এলাকার সড়ক অবরোধ করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরহান ও শাহেদ আলী মোটরসাইকেলে জুগিডহর এলাকায় আসছিল। তখন জুগিডহর ট্রাফিক পুলিশ তাদেরকে থামার সংকেত দিলে তারা তা অমান্য করে চলে যান। এতে মোটরসাইকেলটি থামাতে ২ ট্রাফিক পুলিশ ধাওয়া করে তাদের।
দ্রুত গতিতে বোরহান জুগিডহর এলাকা পার হতে গিয়ে শেরপুর থেকে আসা একটি বাসে চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বোরহানের। গুরুতর আহত হন আরোহী শাহেদ আলী। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাফিক পুলিশের দুই সদস্য।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, ‘এই ঘটনায় প্রাথমিকভাবে ট্রাফিক পুলিশের সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দায় থাকলে ব্যবস্থা নেয়া হবে।’