মৌলভীবাজারে দেড় কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অন্তত দেড় কিলোমিটার রাস্তা মেরামত করছেন এলাকাবাসী। বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এ কাজ শুরু হয়েছে। হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেন ও আব্দুল হক এই উদ্যোগ নেন। রাস্তার কাজ চলবে আরও ৩/৪ দিন।

উদ্যোক্তারা জানান, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু বেড়িবাঁধ থেকে ভুইগাঁও নুরানী মাদ্রাসা পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ প্রায় ২ কিলোমিটার। এলাকার ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে নছিরগঞ্জ ও পাইকপাড়া বাজার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। গত ২ বছর থেকে রাস্তাটির অবস্থা অত্যন্ত করুণ। বর্ষার সময় রাস্তাটি কাদামাটিতে সয়লাব হয়ে পড়ে। ফলে এলাকার ২-৩ হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাজীপুর ইউনিয়নের সুলতানপুরের প্রবাসী দেলোয়ার ও ব্যবসায়ী সামছুল হক বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদীর বেড়িবাঁধ থেকে ভুইগাঁও মাদ্রাসা ভায়া দাউদপুর রাস্তাটি আমাদের এলাকার একমাত্র রাস্তা। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের সাথে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।

স্থানীয়রা জানান, দাউদপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন এবং আব্দুল হক এলাকার লোকজনকে নিয়ে বুধবার থেকে রাস্তার মেরামত কাজ শুরু করেন। প্রতিদিন ১০-১২ জন যুবক এই কাজে অংশ নিচ্ছেন। তারা রাস্তার পাশ থেকে মাটি কেটে রাস্তা ভরাট করছেন। পাশাপাশি একটি কালভার্টের পাশে বাঁশের আড়া বেঁধে দিয়েছেন।

এ বিষয়ে জানতে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান অদুদ বক্সের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল বলেন, বর্তমানে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির বরাদ্দ বন্ধ। টিআর, কাবিখাও পাওয়া যাচ্ছে না। আমি তাদের বলেছিলাম বর্তমানে মনু নদীর বেড়িবাঁধ মেরামত হচ্ছে। এতে যে ইট সলিং চলছে, সেখানকার ইট নিয়ে রাস্তাটি সংস্কারের জন্য। কিন্তু তারা যেভাবে মাটি কাটছে এতে রাস্তা আরও খারাপ হবে।