মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, ‘গ্রাম আদালতের সেবা কার্যক্রমের তথ্যগুলো তৃণমূলের মানুষের নিকট পৌঁছে দিতে হবে। এ জন্য ব্যাপক প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে গ্রাম আদালতের সেবা নিয়ে বিচার প্রার্থীরা যেন সন্তুষ্ট থাকেন সে বিষয়টিকে নজর দিতে হবে।’

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের গ্রাম আদালত সেবা সম্পর্কে অবগত করতে হবে। যাতে করে তারা বিচার প্রার্থীদের সঠিক সেবা প্রদান করতে পারেন। পাশাপাশি তিনি সভায় উপস্থিত সবাইকে গ্রাম আদালত সেবার তথ্যগুলো প্রচারণার কার্যক্রমে সহযোগীতা করার জন্য পরামর্শ দেন।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. আব্দুস সালাম চৌধুরী। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ফারুক আলম, মহিলা অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আকতার, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, মো. ময়নুল ইসলাম চৌধুরী, মো. মাহবুবুর রহমান রাহেল, এএস কাঁকন, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ, সহকারী জেলা শিক্ষা অফিসার এবিএম সাইফুদ্দীন ইয়াহিয়াসহ সভায় আমন্ত্রিত অতিথি সরকারি ও বেসরকারী উন্নয়ন সংস্থার মৌলভীবাজার জেলার প্রতিনিধিগণ এবং এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বকারীগণ প্রমুখ।