মৌলভীবাজারে অটোরিকশায় বাসের ধাক্কা, তিনজন নিহত

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রথমে প্রাণ হারানো দুজন হলেন- আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে। পরে বিকেল ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরেে শিশু ফাহিম আহমদের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত শিশু ফাহিম মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মন এলাকার মধু মিয়ার ছেলে।

এদিকে আহত ৫ জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মৌলভীবাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রতিবন্ধীসহ এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের।