আফগান অলরাইন্ডার মোহাম্মদ নবীর ফিফটিতে ১৫৪ রানের লড়াকু পুঁজি পেয়েছে সফরকারীরা।
ইনিংসের শুরুতে দারুণ বোলিং করলেও শেষ দিকে আফগান ব্যাটারদের কাছে খেই হারান মোস্তাফিজ সাকিবরা। মাত্র ৫২ রানে চার উইকেট হারানোর পর একসময় মনে হয়েছিলো বেশিদুর এগুতে পারবেনা আফগান ব্যাটাররা। কিন্তু পঞ্চম উইকেটে মোহম্মদ নবী আর নজিবুল্লাহ জাদরানের ৩৫ রানের জুটি, তারপর ৬ষ্ঠ উইকেটে নবী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ৫৬ রানের পার্টনারশিপে ১৫৪ চ্যালেঞ্জিং স্কোর করে আফগানিস্তান। শেষ চার ওভারে আফগান ব্যাটাররা তুলেছেন ৫৩ রান। এই সময়ে মোস্তাফিজ তার দুই ওভারে ১৪ ও ১১ রান দেন। এছাড়া তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান দেন সমান ১৪টি করে রান।
মোহম্মদ নবী ৪০ বলে ৫৪ আর আজমতুল্লাহ ওমরজাই ১৮ বলে ৩৩ রান করেন। ইনিংসের তিন বল বাকি থাকতে হাফ সেঞ্চুরি করেন নবী। মোস্তাফিজুর রহমানকে চার মেরে ৩৯ বলে পঞ্চাশ ছোঁন তিনি।
বাংলাদেশের হয়ে ৪ ওভার বোলিং করে ২৭ রান খরচায় ২ উইকেট নেন সাকিব।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।