সিলেটে জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে জনপ্রতিনিধি, সুধিজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ নভেম্বর) সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।
মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এএ চৌধুরী শিপারের সভাপতিত্বে ও সাংবাদিক জহির রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর জামায়াতের আমির বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টেলিভিশন। সুস্থ বিনোদনের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টেলিভিশন ১৫ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে। আগামীতে মোহনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাবে।
তিনি আরও বলেন, কোন অপশক্তি যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হস্তক্ষেপ করতে না পারে, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কলমের মাধ্যমে সমাজের দর্পন হিসেবে কাজ চালিয়ে যেতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মোহনা টেলিভিশন যেন সমাজের দর্পন হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে একনিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, টেলিভিশন সাংবাদিকতার মাধ্যমে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস জানতে পারে।