মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে কুলাউড়ায় যুবকের আত্মহত্যা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মোবাইল চুরির অপবাদ দিয়ে মারপিট করায় অপমান সইতে না পেরে সায়ান আহমদ (১৭) নামক এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার উপজেলার ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে গত বুধবার রাতে ছুফি মিয়া নামের এক ব্যক্তির দোকান থেকে তার মোবাইল চুরি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ ও বাদশা মিয়া এ ঘটনায় সায়ান আহমদকে অভিযুক্ত করে মারপিট করেন।

পরিবারের লোকজন জানান, রাতে বাড়িতে গেলেও সায়ান অপমানিত বোধ করেন। সকালে সায়ানের মা বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিনের বাড়িতে যান। এর মধ্যে সায়ান ঘরের ছাদের বর্গার সাথে গলার মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন।

কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন জানান, সায়ানের মায়ের সাথে তাদের বাড়িতে গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণাৎ কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মোস্তাফিজ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আফসার জানান, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। বিষয়টি তদন্তাধীন আছে।’