সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জিয়াদ মিয়া পাটলী ইউনিয়নে কামীনীপুর গ্রামের বাসিন্দা।
গত সোমবার (১২ জুন ) বিকাল ৫ টায় উপজেলার কামিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে মোবাইল ফোনে গান শুনাবে বলে শিশুটিকে আকিক মিয়ার বাড়ির বাংলা ঘরে ডেকে নেন জিয়াদ। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের শিকার ওই শিশুটিকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, তাঁর মেয়েটি প্রথম শ্রেনীতে পড়ে। ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত জিয়াদ পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তার নানা বাড়ি ছাতক উপজেলার লাউতলা গ্রামের মনির মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে।
ঘটনার সত্যতা স্বীকার করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে সাথে অভিযান চালিয়ে আসামী জিয়াদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।