সিলেটের মোগলাবাজার এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
শুক্রবার (১০ নভেস্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে অভিযান পরিচালনা করে একটি গাড়ি থেকে এসব বিড়ি উদ্ধার করা হয়।
এ সময় গাড়িতে থাকা ব্যক্তি গাড়ির দরজা খুলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
পুলিশ জানায়, মোগলাবাজার থানার খালোমুখ বাজারে চেকপোস্ট চলাকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডে একটি সাদা রংয়ের প্রাইভেট কারকে থামার সিগনাল দেওয়া হয়। গাড়ীটির চালক সিগনাল অমান্য করে গাড়ী চালিয়ে দ্রুত গতিতে ফেঞ্চুগঞ্জ রোডের দিকে যেতে থাকে। পরে পুলিশ ওই গাড়ীটকে ধাওয়া করলে কিছুদুর যাবার পর চালক গাড়ীটি রাস্তার পাশে দাড় করিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ গাড়ির ভেতর তল্লাশী করে গাড়ির পিছনের সিট থেকে ৪৪২ প্যাকেট ও গাড়িটির পেছনের বানেট থেকে আরো ১০০ প্যাকেট ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৭১ হাজার টাকা।
পরবর্তীতে উল্লেখিত বিষয়ে মোগলাবাজার থানা মামলা করা হয় বলে নিশ্চিত করেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা।