মোগলাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় চিনির ট্রাক জব্দ, আটক ১

সিলেটের মোগলাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক জব্দ করা হয়েছে। এ সময় বৈধ কাগজ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ট্রাক চালককে আটক করা হয়।

রোববার (১০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত ব্যক্তি মো. জসিম উদ্দিন (২৭) দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার আওলাদ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, মোগলাবাজার থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বেতার মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে মোগলাবাজার থানার সামনে চেকপোস্ট বসালে গতরাত ১০:৫০ টার সময় নীল রংয়ের ত্রিপল দিয়ে ঢাকা একটি ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো-ট-২০-০৮৯৬) সিগন্যাল দিয়ে থামিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশি করেন।

তল্লাশিকালে ট্রাকে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় মোট ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। আটককৃত ট্রাকের চালক মো. জসিম উদ্দিনকে উক্ত চিনির বৈধ কাগজপত্র উপস্থাপন করতে বললে তিনি বৈধ কাগজ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা মোট ২৮০ বস্তা ভারতীয় চিনি, ০১ টি ট্রাক জব্দ করেন।

পরে মোগলাবাজার থানার এসআই সুমন মিয়া বাদী হয়ে এজাহার দায়ের করলে মোগলাবাজার থানার মামলা রুজু করা হয়।

আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।