মেসি-নেইমার-এমবাপ্পের গোলে বড় জয় পিএসজির

প্রাক মৌসুমে পিএসজির জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেয়েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার সেই মেসিকে দেখাও মিলেছিল পিএসজির জার্সিতে। গোল পাচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পেও। এবার জাপানের ক্লাব গাম্বা ওসাকার বিপক্ষে একসঙ্গে জ্বলে উঠলেন মেসি-নেইমার ও এমবাপ্পে।

তাদের আগুনে পুড়েছে ওসাকা। হেরেছে ৬-২ গোলে। এর মধ্যে জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র। মেসি এবং এমবাপ্পে করেছেন একটি করে গোল।

ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোল করেন পাবলো সারাবিয়া। চার মিনিট পরেই গোল করেন নেইমার। তার পেনাল্টি গোলে ২-০ গোলের লিড নেয় পিএসজি। প্রথমার্ধে পিএসজি আরও দুই গোল করে। রাইট ব্যাক নুনো মেন্ডিস তৃতীয় গোলটি করেন ৩৭ মিনিটে। দুই মিনিট পরে নেইমারের ক্রস ধরে গোল করেন মেসি।

প্রথমার্ধ ৪-১ গোলে শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান ৫-১ করেন নেইমার। এরপর ৭০ মিনিটে আরেকটি গোল শোধ করে জাপানিজ লিগে ১৮ দলের মধ্যে ১৬তম অবস্থানে থাকা গাম্বা ওসাকা। বদলি নেমে ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।