‘মেসি কথা বললে প্রেসিডেন্টকেও চুপ থাকতে হবে’

আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দলের সাহস বাড়িয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। কথাও তিনি বলেন হুঙ্কার ছেড়ে। লা ফিনালিসিমা জয়ের পর তিনি বলেছিলেন, আমরা মেসির জন্য সিংহের মতো লড়েছি। এবার বললেন, মেসি কথা বললে আর্জেন্টিনার প্রেসিডেন্টকেও চুপ করে শুনতে হবে!

গত বছর মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে। ওই জয়ে বড় ভূমিকা ছিল এমি মার্টিনেজের। ফাইনালের আগে টাইব্রেকারে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন তিনি। ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসি তার সবটা দিয়ে খেলার কথা বলেছিলেন।

প্রাইম ভিডিওকে মার্টিনেজ বলেন, মেসি আমাদের বলেছিলেন, ‘হয়তো এটাই আমার শেষ আসর (কোপা আমেরিকা), শেষ ম্যাচ। সুতরাং আমি সবটা দিয়ে চেষ্টা করবো।’ তার কথা শুনে আমার শরীরে ছোট্ট একটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল।

তিনি বলেন, মেসি কথা বললে সকলেন চুপ থাকা উচিত। তিনি যেই হোন না কেন। দলের ম্যানেজার কিংবা আর্জেন্টিনার প্রেসিডেন্ট; সেখানে যেই থাকবেন, তার উচিত চুপ করে থাকা।